নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : কেন্দ্রের কৃষি বিলের তীব্র বিরোধীতা করে মোদি সরকার থেকে ইস্তাফা দিলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল। বৃহস্পতিবার রাতে নিজের ট্যুইটার একাউন্টে এখবর জানিয়েছেন সদ্য পদত্যাগ করা শিরোমণি আকালি দলের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রীসভার এই সদস্য। এঘটনায় বাদল অধিবেশনের শুরুতেই যে বিজেপি যে ধাক্কা খেল তাতে কোনো সন্দেহ নেই৷ একে হাতিয়ার করে এখন মোদির সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য দল।
করোনা আবহের মধ্যে গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন৷ এই অধিবেশনে পাস করার কথা ছিল নতুন কৃষি বিল সহ অন্যান্য কয়েকটি বিল। কিন্তু কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিজেপির জোট শরিক শিরোমণি আকালি দল সহ অন্যান্যরা যে অসন্তুষ্ট ছিল তা আগে থেকেই স্পষ্ট ছিল৷ বৃহস্পতিবার সংসদে কৃষি বিল পাস হলে পদ থেকে ইস্তফা দেন কেন্দ্রের মোদী সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে থাকা হরসিমরত কৌর বাদল। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। মোদী সরকারের এই নতুন কৃষি বিল পাঞ্জাবের কৃষি পরিকাঠামোকে একেবারেই ভেঙে ফেলবে বলে দাবি করেছেন শিরোমণি অকালি দলের নেতৃত্ব। হরসিমরত কৌর বাদলের বক্তব্য কয়েক দশক ধরে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে সবুজ বিপ্লব এনেছে পাঞ্জাবে। দেশে অধিকাংশ খাদ্যশস্যের যোগান দিয়ে থাকে পাঞ্জাব।
সেখানে এই কৃষি বিল পাঞ্জাব কৃষকদের পরিপন্থী বলে দাবি করেছেন৷ পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও এই বিলের প্রতিবাদ জানিয়েছেন। কেন্দ্রের নয়া কৃষি বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসও। রাহুল গান্ধী মোদি সরকাররের কড়া সমালোচনা করেছেন এই বিল নিয়ে। এদিকে রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, হরসিমরত কৌর বাদলের ইস্তফা পত্র ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। নতুন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নিযুক্ত হয়েছেন নরেন্দ্র সিং তোমার।