নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর : অবাক করার মত পরিসংখ্যান এবার সামনে এল। পৃথিবীজুড়ে জনবিস্ফোরণ এবং বিশ্বব্যাপী প্রকৃতির ওপর নির্মম হানদারির ফলে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষের অস্তিত্ব রক্ষার প্রশ্নে। সম্প্রতি জানা গেল, অতিমারি করোনা ভাইরাস সহ অন্যান্য সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে হাত ধোয়ার প্রয়োজনীয়তা অপরিসীম হলেও বিশ্বের ৪০ শতাংশ অর্থাৎ ৩০০ কোটি মানুষের বাড়িতে হাত ধোঁয়ার ব্যবস্থাই নেই!
ইউনিসেফ তাদের প্রতিবেদনে জানিয়েছে, অনুন্নত দেশগুলোতে এই সংখ্যাটা অনেক বেশি। সেইসব দেশের প্রায় তিন-চতুর্থাংশ মানুষের বাড়িতে হাত ধোয়ার ব্যবস্থা নেই। বিষয়টি স্বাস্থ্য সুরক্ষার নিরিখে খুবই উদ্বেগজনক। ইউনিসেফের ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক বিভাগের সহযোগী পরিচালক কেলি অ্যান নেলর এ প্রসঙ্গে বলেন, ‘ সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলো নিজেদের এবং তাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য হাত ধোয়ার মতো সবচেয়ে সহজতম একটি স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতিও ব্যবহার করতে অক্ষম।’ প্রতিবেদনে আরো বলা হয়েছে ভারতেও অনেক জায়গায় হাত ধোয়ার মত পরিস্থিতি নেই পর্যাপ্ত জলের অভাব থাকার কারনে।তবে তা উদ্বেগজনক নয়।