ইসলামপুর, ৩১ আগস্ট : তৃণমূল কংগ্রেসের এক ব্যক্তি এক পদ নীতির অনুযায়ী এবারে পুর প্রশাসকের পদ খোয়ালেন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। উল্লেখ্য দীর্ঘদিন ধরে তিনি ইসলামপুর পুরসভার চেয়ারম্যান ও সম্প্রতি পুর প্রশাসকের দায়িত্ব সামলে আসছিলেন।
কিন্তু তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফেরার পর দলে এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর করেছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। সেই মোতাবেক ইতিমধ্যেই দলের ছোটবড় অনেক নেতাই পদ হারিয়েছেন৷ এবারে ক্ষমতা খর্ব করা হল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিরও। তিনি সভাপতি হলেও দলের যে উর্দ্ধে নন, সেই বার্তা নেতাকর্মীদের দিতেই পুর প্রশাসকের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। ফলে ইসলামপুর পুর প্রশাসকের পদে বসানো হল ১৫ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানিক দত্তকে। মঙ্গলবার বিদায়ী পুর প্রশাসক কানাইয়ালাল আগরওয়ালের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন মানিকবাবু। উল্লেখ্য পৌরসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রতীক জয়ী হয়ে তিনি পৌরপতি হয়েছিলেন। পরবর্তীতে পৌরপতি থাকাকালীন তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন। তারপর গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে রায়গঞ্জে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সাফল্যের মুখ দেখেন নি৷ পরে তাঁকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় দলের তরফে। এবারে রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে দাঁড়ালেও জয়লাভ করতে পারেন নি।