চোপড়া, ৩১ আগস্ট : একাদশ শ্রেণিতে স্কুলে ভর্তি করার দাবিতে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চোপড়া থানার সোনাপুর এলাকায়।
উল্লেখ্য স্থানীয় মহাত্মাগান্ধী হাইস্কুলে উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৫০জন। শিক্ষা পরিষদের নির্দেশ অনুসারে স্কুলে ৫৫০ জনের মধ্যে ৪০০ জন পড়ুয়াকে ইতিমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি করা হয়েছে।কিন্তু বাকী ১৫০জনকে ভর্তি করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের তরফ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আসন বৃদ্ধির আবেদন জানালেও কোন সদুত্তর আসেনি বলে জানা গিয়েছে স্কুলসুত্রে। বিদ্যালয়ে ভর্তির জন্য একাধিক দিন ঘুরেও ভর্তি হতে না পেরে হতাশ পড়ুয়া ও তাদের অভিভাবকেরা এদিন জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধে সামিল হয়।অবরোধের ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও প্রধান শিক্ষক বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের ভর্তির বিষয়ে আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।