নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৮ নভেম্বর : প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেও বিয়ে না করার অভিযোগে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা।
ঘটনাকে ঘিরে উত্জনা ছড়িয়েছে চাঁচলের কনুয়ার উত্তর পাড়া এলাকায়।
গত চারদিন ধরে কনুয়ার উত্তরপাড়া সুলতানআলীর ছেলে মাসুম রেজার বাড়ির সামনে ধর্নায় রয়েছেন ওই প্রেমিকা।জানা গিয়েছে, প্রায় দুই বছর আগে মাসুম রেজার সাথে নদীশিখ গ্রামের আর্জিনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাসুদ আলম আর্জিনা খাতুনের সঙ্গে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ।কিন্ত এরপরেই মাসুদ আলমকে বিয়ের কথা বললে সে বারবার এড়িয়ে যায়। এমনকী বিয়ের প্রসঙ্গ তুললে নানা টালবাহানা করে বলে অভিযোগ তার।এরপরেই নিজেদের সম্পর্কের স্বীকৃতির দাবীতে মাসুদ আলমের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন আরজিনা।প্রায় চারদিন ধরে না খেয়ে ধর্নায় বসে আছে সে।তবে এলাকাবাসীরা জানিয়েছে, বিয়ে না হলে আত্মহননের হুমকী দিয়েছে সে। যদিও এই ঘটনার পরেই গা ঢাকা দিয়েছেন প্রেমিক মাসুদ আলম সহ পরিবারের অন্য সদস্যরা।