কর্মীসভায় বিজেপিকে চ্যালেঞ্জ সৌরভের

নিউজ ডেস্ক,২৩ইনভেম্বেরঃপঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মী সম্মেলনের আয়োজন করল তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ি জল্পেশ মেলার মাঠে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন এস জে ডি এ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা তৃনমূল সভাপতি মহুয়া গোপ, কিষান খেত মজুদুর সংগঠনের সভাপতি দুলাল দেবনাথ সহ একাধিক তৃনমূল নেতা। সম্মেলনের মঞ্চ থেকে বিজেপি কে একহাত নিয়ে এদিন আক্রমন করেন এসজেডিএ ‘র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন,জলপাইগুড়ি, আলিপুদুয়ার,কোচবিহারের বিজেপি সাংসদ তাদের লোকসভা কেন্দ্রে কোনও উন্নয়নই করেননি। যদি তারা দেখাতে পারেন তাহলে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নেব, বলেও এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

Next Post

আদালতের নির্দেশে পুনর্নিয়োগঃ ডি আই

Thu Nov 24 , 2022
নিউজ ডেস্ক,২৪ইনভেম্বের:আদালতের নির্দেশে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের পুনর্নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। বৃহস্পতিবার জেলার ৩৭ জন শিক্ষককে পুনরায় নিয়োগ করা হয় সরকারি নির্দেশে। এবিষয়ে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার বলেন, চলতি বছরের জুন মাসে কলকাতা হাইকোর্ট এ জেলার ৩৭ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম