নিউজ ডেস্ক,২৩ইনভেম্বেরঃপঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মী সম্মেলনের আয়োজন করল তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ি জল্পেশ মেলার মাঠে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন এস জে ডি এ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা তৃনমূল সভাপতি মহুয়া গোপ, কিষান খেত মজুদুর সংগঠনের সভাপতি দুলাল দেবনাথ সহ একাধিক তৃনমূল নেতা। সম্মেলনের মঞ্চ থেকে বিজেপি কে একহাত নিয়ে এদিন আক্রমন করেন এসজেডিএ ‘র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন,জলপাইগুড়ি, আলিপুদুয়ার,কোচবিহারের বিজেপি সাংসদ তাদের লোকসভা কেন্দ্রে কোনও উন্নয়নই করেননি। যদি তারা দেখাতে পারেন তাহলে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নেব, বলেও এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
১২ সেপ্টেম্বর লকডাউন হচ্ছে না রাজ্যে