নিউজ ডেস্ক , ০২ নভেম্বর : রাত পোহালেই বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। মোট ৯৪টি আসনের জন্য ভোটযুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন প্রায় ১,৪৬৩ জন প্রার্থী। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ কোটি ৮৫ লাখেরও বেশি ভোটার। নির্বাচন ঘিরে ১৭টি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে৷
মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার ভোট। ভোটকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৯৪ টি কেন্দ্রে। এই নির্বাচনে বৈশালী জেলার রাঘোপুর থেকে ভোটে লড়ছেন লালুপুত্র তেজস্বী যাদব। গত নির্বাচনে সেখান থেকেই জিতেছিলেন তিনি। এবারেও এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। তেজস্বীর ভাই তেজপ্রতাপ লড়ছেন সমস্তিপুরের হাসানপুর থেকে। বৈশালির মহুয়া কেন্দ্র থেকে গতবার দাঁড়িয়ে ছিলেন তিনি৷ রাজধানী পাটনার চারটি আসন, পাটনাসাহিব, কুম্ভরার, বাঁকিপুর আর দিঘার ভোট হচ্ছে মঙ্গলবারই। এই চারটি আসনই এখন বিজেপির। পাটনা সাহিবে কংগ্রেসের হয়ে নেমেছেন শত্রুঘ্ন সিনহার ছেলে লব। নীতীশকুমারের নিজের জেলা নালান্দার সাতটি কেন্দ্রের পাঁচটিতেই গতবার জিতেছিল জেডি (ইউ)। হিলসায় জিতেছিল আরজেডি আর বিহার শরিফে বিজেপি। পাশাপাশি
চিরাগ পাসোয়ানের এলজেপি প্রার্থী দিয়েছে ৫২টি আসনে৷ বিহার বিধানসভা ভোটে বাহুবলিরাও ময়দানে নেমেছে। কোথাও স্ত্রী, কোথাও ভাই আবার কোথায় আত্মীয়কে ভোটে দাঁড় করিয়েছে বিহারের বাহুবলিরা। এখন দেখার দ্বিতীয় দফার নির্বাচনে কতটা এন ডি এ শিবিরকে বেগ দিতে পারেন আর জে ডি ও কংগেস জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব৷