নিউজ ডেস্কঃ দীর্ঘ আট মাস পর হেফাজত থেকে মুক্তি পেল পায়রা। চীনের গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহে ৮ মাস আগে আটক করা হয় পায়রাটিকে। পায়রাটির পায়ে দুটি আংটি ছিল – একটি তামার এবং আরেকটি অ্যালুমিনিয়ামের। এর উভয় ডানার নীচে একটি চীনা স্ক্রিপ্টে লেখা বার্তা ছিল, পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, গত বছরের মে মাসে শহরতলির চেম্বুরের পীর পাউ জেটিতে আরসিএফ পুলিশ কবুতরটিকে ধরেছিল।
আরসিএফ (রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস) থানার আধিকারিক জানিয়েছেন, বাই সাকারবাই দিনশাও পেটিট হাসপাতাল ফর অ্যানিম্যালস সোমবার পাখিটিকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয় এবং পাখিটিকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, পায়রাটি তাইওয়ানে রেসে অংশগ্রহণকারী ছিল, ভুলবশত ভারতে উড়ে গিয়েছিল এরপর আরসিএফ পুলিশ একটি মামলা নথিভুক্ত করে এবং তদন্ত শেষ হওয়ার পর গুপ্তচরবৃত্তির অভিযোগ খারিজ করা হয় পায়রাটির ওপর থেকে। মামলার তদন্তের সময়, পুলিশ পায়রাটি তাইওয়ানের উন্মুক্ত জলে রেসিংয়ে অংশ নিত এবং এমন একটি ইভেন্টে, এটি দেশ থেকে উড়ে গিয়ে ভারতে অবতরণ করেছিল বলে জানা গিয়েছে। অবশেষে পায়রাটি নিজ আকাশে মুক্ত।