নিউজ ডেস্ক, ১৪ই সেপ্টেম্বর : দেশের মানুষের নিরাপত্তার জন্য সীমান্তে দিনরাত অতন্দ্র প্রহরী সেনা জওয়ানরা। হাতে অত্যাধুনিক রাইফেল নিয়ে কর্তব্যে অবিচল থাকলেও শত্রুপক্ষের আক্রমণ চলছেই৷ কখন লাদাখ আবার কখনও কাশ্মীর। রক্তাক্ত হচ্ছে সেনা জওয়ানরা। এবারে তাই তাঁদের সুরক্ষার কথা ভেবে বুলেটপ্রুফ জ্যাকেট ( Bulletproof jacket ) তৈরির উদ্যোগ নিল কেন্দ্র। এই জ্যাকেট তৈরির দায়িত্ব পেয়েছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার। জ্যাকেটের নাম হয়েছে ‘ভাবা কবচ’।
দেশের সেনা জওয়ান দের নিরাপত্তার জন্য এবারে বিশেষ জ্যাকেট আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ জ্যাকেটের নাম দেওয়া হয়েছে ‘ভাবা কবজ‘৷ এই বিশেষ জ্যাকেট সেনাদের বন্দুকের গুলি থেকে রক্ষা করবে অর্থাৎ বন্দুকের গুলি কোনোভাবেই জ্যাকেট ভেদ করে এফোঁড়-ওফোঁড় হতে পারবে না৷ ইতিমধ্যেই লাদাখের পূর্ব সীমান্তে এই লকডাউনের মধ্যেও প্রাণ হারিয়েছেন কুড়ি জন বীর সেনা জওয়ান। এছাড়া প্রতিদিন কাশ্মীরে জঙ্গিদের সাথে সেনাবাহিনীর লড়াই চলছে। প্রায় দিনই শহীদ হচ্ছেন সেনা জওয়ানরা। এই পরিস্থিতিতে সেনা জওয়ানদের সুরক্ষার কথা চিন্তা করে বুলেটপ্রুফ জ্যাকেট আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ভাবা অটোমেটিক রিচার্স সেন্টার জ্যাকেট তৈরির ব্যাপারে উদ্যোগ নিয়েছে। হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম বা মিধানিতে তৈরি করা হচ্ছে এই জ্যাকেট।
পাশাপাশি সেনা জওয়ানরা যে গাড়িতে করে চলাচল করেন সে গাড়ি গুলিও বুলেটপ্রুফ তৈরি করা হচ্ছে কারণ পূর্ব লাদাখ সীমান্তে ইতিমধ্যেই চীনের সঙ্গে সংঘাতে জেলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যেকোন সময় আক্রমণ চালাতে পারে লালফৌজ। যে কারণে সেনা জওয়ানদের আপাদমস্তক নিরাপত্তার আওতায় আনছে কেন্দ্র। পাশাপাশি সামনেই শীতে মরসুম। লাদাখ সীমান্তে তাপমাত্রা পৌঁছে যাবে – (মাইনাস) ডিগ্রিতে। সেখানে নিরাপত্তা আঁটোসাটো করতে গেলে সেনা জওয়ানদের আগে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। সেকারণেই শুধু জ্যাকেটই নয়, বুলেটপ্রুফ গাড়ি সহ বিশেষ তাঁবুও তৈরী করা হচ্ছে। গাড়ির চাকায় গুলি লাগলে সেটি ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে।