নিউজ ডেস্ক, ১৫ নভেম্বর : বিহারের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। আজ পাটনায় এনডিএ-র এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, হিন্দুস্তানী আওয়াম মোর্চা সভাপতি জিতেন রাম মাঝি এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহনি প্রমুখ উপস্থিত ছিলেন এই বৈঠকে৷
জানা গেছে সোমবার নতুন এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ উল্লেখ্য এবছর করোনা আবহের মধ্যে তিন দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় বিহারে। নির্বাচনে এনডিএ জোটের সর্বাধিক আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে বিজেপি। অন্যদিকে এনডিএ জোট করা টক্কর দিয়েছে আর জেডি-কংগ্রেসের মহাজোট। তবে শেষ হাসি হাসলেন নীতিশ কুমারই। টানা চতুর্থবার মুখ্যমন্ত্রীর মসনদে বসবেন তিনি।