নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ১০ অক্টোবর : করোনা অতিমারিতে পুজোর আয়োজন করলেও অন্যান্য বারের মতো এবারে পুজোতে থাকছে না জাঁকজমক। মহাষষ্ঠীর দিন থেকে যেখানে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা, সেখানে এবারে প্রতিমা দর্শনের ক্ষেত্রেও দর্শনার্থীদের মধ্যে কতটা আনন্দ বা উৎসাহ থাকবে তা নিয়ে সংশয় থেকেই যায়। এই পরিস্থিতিতে স্বপ্ল বাজেটে পুজোর আয়োজন করছে পুজো কমিটি গুলি।
উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিগ বাজেটের মধ্যে কমিটি গুলির মধ্যে অন্যতম নেতাজী পল্লী ও ব্লক পাড়া সার্বজনীন দূর্গা পুজো কমিটি। প্রতি বছর নজরকাড়া পুজোর আয়োজন করে থাকেন তারা। এবছর তাদের পুজো ৩৫ তম বর্ষে পা দিল। এবারের পুজোর বিশেষ আকর্ষণ “মা আসছে পালকিতে”।প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই থিমের পালকির আদলে পুজো মণ্ডপ। তবে কাটছাঁট করা হয়েছে আলোকসজ্জায়। করোনা অতিমারি মাথায় রেখে পুজো কমিটির পক্ষ থেকে মণ্ডপের বাইরে স্যানিটাইজ স্টল বসানো হবে। সেই মতো দর্শনার্থীরা স্যানিটাইজ করে ভেতরে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি মুখে মাস্ক না থাকলে সংশ্লিষ্ট দর্শনার্থীকে মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।