নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ৩০ নভেম্বর : পারিবারিক বিবাদের জেরে দাদুর হাতে মাথা ফাটল নাতির। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার অসুরাগর এলাকায়। জানা যায়, অসুরাগর সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে দুটি গাড়ির গ্যারেজ রয়েছে বিহারের শিতামারী এলাকার বাসিন্দা সুরজ পূর্বে ও নাথনী পূর্বের। পারিবারিক সূত্রে দুই জন কাকা ভাইপো। কর্মসূত্রে তারা বর্তমানে গ্যারেজেই থাকে। বিগত কিছু দিন যাবৎ সুরজ পূর্বে অসুস্থ থাকায় তার ছেলে চন্দন পূর্বে গ্যারেজে রয়েছে। সোমবার তার গ্যারেজের পাশে থাকা তার দাদু নাথনী পূর্বের সাথে কথা কাটাকাটি শুরু হয়।
অভিযোগ সেই সময় চন্দন পূর্বের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে নাথনী পূর্বে। মাথায় চোট পেয়ে বেহুশ হয়ে যায় চন্দন। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অচৈতন্য অবস্থায় চন্দনকে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর চন্দনকে ছেড়ে দেয় চিকিৎসকরা। ঘটনার জেরে ডালখোলা থানায় দাদু নাথনী পূর্বে ও কাকা বিক্কি পূর্বের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে চন্দন। অপর দিকে তার ওপর ওঠা সব অভিযোগ অস্বীকার করে চন্দনের দাদু নাথনী পূর্বে। পাশাপাশি নাথনী পূর্বেও ডালখোলা থানায় তার নাতি চন্দনের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় বাসিন্দা তথা সিপিআইএম নেতা রমেশ অধিকারী জানান ওই দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘ দিনের। আহত চন্দনের বাবা সুরজ পূর্বে ও নাথনী পূর্বে সম্পর্কে কাকা ভাইপো। সেই সূত্রে নাথনী পূর্বে ও চন্দন পূর্বে দাদু ও নাতি। এর আগেও এই দুই জনের মধ্যে বিবাদ মেটাতে সালিশি সভা করা হয়েছে কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।