নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৫ অক্টোবর : আসন্ন শারদোৎসবে সাধারন মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অবলম্বন না করলে করোনা সংক্রমণ মড়কের চেহারা নেবে- করোনা আবহে পুজো দেখা নিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গের কোভিড-১৯ সংক্রান্ত অফিসার অন স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়। বৃহস্পতিবার আসন্ন দুর্গাপূজায় করোনা সংক্রমন আটকাতে কী কী ব্যাবস্থা নেওয়া উচিত সেসব বিষয় নিয়ে রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা প্রশাসনিক কার্যালয়ের বিবেকানন্দ সভাকক্ষে বৈঠক করেন সুশান্ত বাবু।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। উল্লেখ্য চিকিৎসকেরা মনে করছেন এই মুহূর্তে বিশ্বে দ্বিতীয় করোনা ঢেউ শুরু হয়েছে। চূড়ান্ত সতর্কতা না নিলে ফল ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন তারা। কিন্তু এতোসবের পরেও হুঁশ ফেরেনি সাধারন মানুষের। পুজোয় কেনাকাটা করতে গিয়ে সামাজিক দূরত্ববিধি না মানার ঘটনা, রাস্তাঘাটে থিকথিকে ভীড়ের চেহারা দেখে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে দুর্গাপূজা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে যে পুজোর বাজার চলছে তাতে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়েই মূলত আলোচনা হয়। শুক্রবার থেকে পুজোর বাজার ও ভীড় এলাকাগুলোতে র্যাপিড টেস্ট এর নির্দেশ দেন ওএসডি। এর পাশাপাশি পুজোর সময় প্রতিটি পুজো মন্ডপে মাস্ক ছাড়া দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। প্রয়োজনে পুজো উদ্যোক্তারাই মাস্ক বিতরণ করবেন। সুশান্ত বাবু এদিন বলেন, ” এই অতিমারি সময়ে সকলেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজের পাড়ার পুজো পাড়াতেই দেখুন, অন্য পাড়ায় গিয়ে নয়। অন্য পাড়ার পুজো দেখুন টিভিতে বা অনলাইনে।