নিউজ ডেস্ক , ১৩ সেপ্টেম্বর : করোনা জয়ী হয়ে বাড়ী ফেরার পর ফের হাসপাতালে ভর্তি করানো হলো স্বরাষ্ট্র মন্ত্রীকে। শনিবার রাত ১১ টা নাগাদ শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে ফের এইমসে ভর্তি করানো হয়েছে অমিত শাহকে (Amit Shah)। হাসপাতালের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি হয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২-রা আগষ্ট করোনা আক্রান্ত হন স্বরাষ্ট্র মন্ত্রী এবং একথা তিনি নিজেই ট্যুইট করে জানান। এরপর করোনা চিকিৎসার জন্যে তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৪ই আগস্ট অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন হোম আইসোলেশনে থাকার পর মন্ত্রীর শারীরিক পরিস্থিতির অবনতি হলে ১৮ই আগস্ট গভীর রাতে তাঁকে দিল্লির এইমস্ হাসপাতালে ভর্তি করানো হয়।
সমস্যা ছিল শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ। এরপর চিকিৎসা শেষে গত ৩১ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অমিত শাহ।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও অমিত শাহ শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে। যে কারণে কোনো ঝুঁকি না নিয়ে শনিবার রাতে চিকিৎসকদের পরামর্শে আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। বর্তমানে মন্ত্রীর অবস্থা স্থিতিশীল এবং আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে হাসপাতাল সুত্রের খবর।