fbpx

রাম মন্দির নির্মাণে সংগৃহীত অর্থর পরিমাণ ছাড়াল এক হাজার কোটির গণ্ডি

নিউজ ডেস্ক , ১৪ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন ট্রাস্টের সদস্যরা। দেশজুড়ে এখনও পর্যন্ত সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ৫১১ কোটি টাকা। এমনটাই জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি।

জানা গেছে মন্দিরের নকশা অনুযায়ী নয়া রাম মন্দিরের পরিকাঠামো বিশ্বমানের হবে৷ দু’টি পর্যায়ে তৈরি করা হবে মন্দির৷ সাড়ে তিন বছরের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে রামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে৷ আর জানা গেছে ১১ ই ফেব্রুয়ারি সন্ধে পর্যন্ত রাম মন্দির তৈরির অনুদান হিসাবে জমা পড়েছে ১ হাজার ৫১১ কোটি টাকা৷ এই সংগৃহীত অর্থ দিয়ে রাম মন্দির নির্মাণ সহ পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। পাশাপাশি মন্দিরে পুজো দিতে আসা ভক্ত ও দর্শনার্থীদের জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে মন্দিরে। উল্লেখ্য সুপ্রিম কোর্টের আদেশে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হতে চলেছে৷ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দিরের শিলান্যাসও করে দিয়েছেন। এই মন্দির নির্মাণ হলে পূরণ হবে কোটি কোটি ভারতবাসীর দাবী ও স্বপ্ন। এখন দেখার কবে এই মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়

Next Post

করোনা আবহে প্রতিমার বরাত না পাওয়ায় দুঃশ্চিন্তায় মৃৎশিল্পীরা

Sun Feb 14 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৪ ফেব্রুয়ারি  : উৎসবপ্রিয় বাঙালির দোরগোড়ায় সরস্বতী পুজো। প্রতিবছর এই সময়টায় তুঙ্গে উঠতো মৃৎশিল্পীদের ব্যস্ততা। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠতেন দেবী সরস্বতী। এবছরও দুপয়সা লাভের আশায় সরস্বতী মূর্তি বানিয়ে […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!