নিউজ ডেস্ক, ০৬ নভেম্বর : ভারতের সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে করোনা ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে। বৃহস্পতিবার মউ চুক্তি সাক্ষরের পর একথা জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
এর জন্য বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট (Serum Institute) ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মার সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বৃহস্পতিবার চুক্তি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য বাংলাদেশেও ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। এখনও পর্যন্ত সেদেশে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ২১ জন। এছাড়াও নতুন করে ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৮৪২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৬ হাজার ৪ জন হয়েছে। মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৮৮ জন। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক আরও বলেন, করোনা প্রতিষেধক তৈরি হলে প্রথম পর্যায়ে বাংলাদেশকে ৩ কোটি প্রতিষেধক দেবে সিরাম ইনস্টিটিউট। বাংলাদেশে এই প্রতিষেধক আনার দায়িত্ব বর্তেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের উপর(Beximco Pharmaceuticals)। একজন ব্যক্তির জন্য দু’টি করে প্রতিষেধক হিসেবে দেড় কোটি মানুষকে এটা দেওয়া হবে। জানা গেছে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা, ভারতের সিরাম ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক সন্দীপ মলয় এবং বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য পরিষেবা বিভাগের অতিরিক্ত সচিব মহম্মদ মোস্তফা কামাল এই করোনা প্রতিষেধক সংক্রান্ত চুক্তিতে সই করেন। এ সময় সেখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (Zahid Maleque) ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিতও ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অক্সফোর্ড টিকার অনুমোদন দিলে বাংলাদেশে এই টিকা আসবে। প্রতি ডোজের টিকার দাম ৫ ডলার বা ৪২৫ টাকা পড়বে বলে জানা গেছে৷