নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২৭ সেপ্টেম্বর : কয়েকদিনের নিম্নচাপের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলা। এই পরিস্থিতিতে রায়গঞ্জের নিচু এলাকাগুলো ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে৷ বাদ যায়নি জেলার প্রশাসনিক ভবন চত্বর কর্ণজোড়া এলাকা।
এই কর্ণজোড়া এলাকাতেই রয়েছে সরকারি সমস্ত দপ্তরের কর্মীদের আবাসন। এই কর্মীদের আবাসন গুলির চারিদিক জলমগ্ন হয়ে রয়েছে। ফলে বাড়ছে সাপ পোকামাকড়ের উৎপাত। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন কর্মীরা। প্রতিবাদে রবিবার কর্ণজোড়া মেইন গেটের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ প্রবল বর্ষণের জেরে জল জমে আবাসনগুলির বেহাল অবস্থা। জমা জলের কারণে কেউ কেউ ঘর থেকে বের হতে পারছেন না।
শুধু তাই নয় দূষিত জল পেরিয়ে চলাচল করায় জলবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে বলে মনে করছেন তারা৷ পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ও পদস্থ কর্তারা। তাদের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এদিকে জল নিকাশি ব্যবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস।