নিউজ ডেস্ক , ১৯ জানুয়ারী :একশো দিনের প্রকল্পে কাজ না করে লুকিয়ে রাখা হয়েছিল প্রকল্পের বোর্ড। হদিস পেতেই সেই সমস্ত বোর্ড এনে গ্রামের মাঠে রেখে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার চাঁচল ১ নং ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবিগঞ্জ গ্রামে। জানা গিয়েছে, গ্রামে ১০০দিনের প্রকল্পে নানা কাজ বরাদ্দ হয়েছিল। কিন্তু কিছুই হয়নি।খোঁজখবর নিয়ে গ্রামবাসীরা জানতে পেরেছেন, খাতায় কলমে সব কাজ শেষ৷ প্রকল্পের টাকাও তুলে নেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষোভের সঞ্চার হয় এলাকাবাসীদের মধ্যে। ১০০ দিন প্রকল্পের কাজের সেইসব বোর্ড লুকোনো ছিল বাঁশঝাড়, পরিত্যক্ত বাড়ি থেকে শুরু করে গ্রামের মরা মহানন্দা নদীর চরে। গ্রামবাসীরা সেগুলির খোঁজ পেতেই ক্ষোভে ফেটে পড়ে। লুকোনো জায়গা থেকে সব বোর্ড তুলে গ্রামের মাঠে পুঁতে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।যদিও অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাহাঙ্গির আলম সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তাকে বদনাম করতেই বিরোধীরা এই বিক্ষোভে সামিল হয়েছে |যদিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি৷ পঞ্চায়েতের উন্নয়নকে বদনাম করতে বিরোধীদের চক্রান্তের তত্ত্ব দিয়েছেন তিনি।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
ভোটের মুখে রায়গঞ্জে বোমা উদ্ধারে চাঞ্চল্য
-
2 years ago
সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে আর্থিক প্রতারণাচক্র