নিউজ ডেস্ক, করণদিঘি ১১ সেপ্টেম্বর : জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার করণদিঘি থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পালসা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম আসরাফুল হক। তার বাড়ি লাহুতাড়া ২ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের মেহেন্দা বাড়ি গ্রামে। পেটের টানে লকডাউনের মধ্যেও এদিন সকালের দিকে বাড়ি থেকে কাজে বের হয় সে। পাতনোরের কাছে পালসার গ্রামে একটি জমিতে দিনমজুরের কাজের জন্য খবর আসে ওই যুবকের কাছে।
সেই মতো পাসলা গ্রামে জমিতে কাজে লেগে পড়ে ওই যুবক কিন্তু সকাল থেকে যেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় তাতে ওই এলাকায় ফাঁকা মাঠের মধ্যে তীব্র শব্দে একটি বাজ পড়ে। ঘটনাস্থলেই ওই যুবক বজ্রাঘাতে প্রাণ হারায়৷ বিষয়টি জানতে পেরে গ্রামের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। গ্রামবাসীরা এরপর ডালখোলা থানার পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়৷ এদিকে এদিন লকডাউনের মধ্যে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের জেরে জনজীবন কার্যত শুনশান হয়ে যায়। জেলার করণদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ সহ বিভিন্ন জায়গায় এদিন হালকা আবার কখনো মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে।