নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ১৬ অক্টোবর : থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে অবস্থিত কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ সদর এলাকায়। শুক্রবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সুত্রের খবর, হেমতাবাদ বিদ্রোহী কালী মন্দিরে প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত আটটায় নিত্যপুজোর পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। মন্দিরে নিরাপত্তার জন্য সিসিটিভ ছাড়াও রাতে সিভিক ভলেন্টিয়ার মোতায়ন থাকে। শুক্রবার সকালে থানার উল্টোদিকে অবস্থিত এই মন্দির পরিস্কার করার সময় চুরির ঘটনা প্রকাশ্যে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দির কর্তৃপক্ষ। দুস্কৃতিরা মন্দিরে প্রবেশ করে প্রথমে সিসিটিভি সংযোগ কেটে দেয়, সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। হেমতাবাদ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সদস্যরা।
মন্দির কমিটির কর্মকর্তা মনোজ মহন্ত জানিয়েছেন, দুস্কৃতিরা মন্দিরে ঢুকে কালী ঠাকুরে বেশ কিছু দামী সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে। পুলিশ এসে মন্দির কমিটির সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মন্দির কমিটির সদস্যরা।