নিজস্ব সংবাদদাতা , গাজোল, ১৮ অক্টোবর : লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাজোলের পান্ডুয়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।
মৃত মহিলার নাম শান্তি মন্ডল। বয়স ৩৫। তিনি পান্ডুয়া এলাকার বাসিন্দা। জানা যায় শনিবার বিকেলে শান্তি মন্ডল ও তার ছেলে পরিমল মন্ডল ধুলিয়া থেকে আলমপুর যাচ্ছিলেন পায়ে হেঁটে।
সে সময় মালদা থেকে গাজোল গামী একটি লরি তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার এবং তার ছেলে গুরুতর আহত হয়। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পরিমল মন্ডলকে উদ্ধার করে হাতিমারি হাসপাতালে ভর্তি করায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে৷ পরবর্তীতে গাজোল থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘাতক লরি সহ চালককে আটক করেছে গাজোল থানার পুলিশ। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।