
নিজস্ব সংবাদদাতা, মালদা, ১২ মার্চ : এক গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগ উঠল এলাকারই দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজারের মারহাট্টা গ্রাম পঞ্চায়েতের কাচারী পাড়া এলাকায়।
ওই গৃহবধূর শিশুটি তার মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করার অভিযোগ ওঠে এলাকারই দুই যুবকের বিরুদ্ধে। মালদা মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এলাকারই দুই অভিযুক্ত শিবু কর্মকার ও সাগর কর্মকার এর বিরুদ্ধে। যদিও ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ওই দুই অভিযুক্ত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক গৃহবধু তার ছেলেকে টিউশনি পড়িয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় শিবু কর্মকার এবং সাগর কর্মকার নামে দুই ব্যক্তি তার পথ আটকায় এবং শ্লীলতাহানী করার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় ঐ শিশুটি তার মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর ওই গৃহবধূর চিৎকার চেঁচামেচি শুনে ওই দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দুই অভিযুক্তের নামে মালদা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। যদিও ঘটনার পর থেকে দুই অভিযুক্ত শিবু কর্মকার ও সাগর কর্মকার এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
