হেমতাবাদ, ১০ সেপ্টেম্বর : চোরাই মোটরবাইক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম রতন তরফদার।জানা গিয়েছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার হেমতাবাদ থানার ঠাকুরবাড়িতে পুলিশের নাঁকা চেকিং চলার সময় ওই পথ দিয়ে নম্বর বিহীন একটি মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি।
তাঁকে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তাঁকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে মোটরবাইক চুরির কথা স্বীকার করে সে। পুলিশ চোরাই মোটরবাইকটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে ছয়দিনের পুলিশী হেফাজতে নেবার আবেদন জানিয়ে শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে আগেও বিভিন্ন ধরনের অপরাধ মূলক কাজের অভিযোগ ছিল বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।