বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের

নিউজ ডেস্ক,২৬ইনভেম্বেরঃ বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত হয়েছে ১৫ জন। শুক্রবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহামায়া মন্দির এলাকায়।জানা গিয়েছে, মৃত দু’জনের নাম অসীম কর্মকার ও ছবি কর্মকার। এরা সম্পর্কে ভাই ও দিদি। 

এরা দুজনেই হবিবপুর থানার আইহো নামোটোলা এলাকার বাসিন্দা। এদিন রাতে পুরাতন মালদার ডিস্কো মোড় এলাকায় এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অটোয় চেপেপরিবারের সকলে যাচ্ছিলেন।মহামায়া মন্দির এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর জখম হয় ১৫জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরাতন মালদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনায় শোকের আবহ এলাকাজুড়ে।

Next Post

লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

Sat Nov 26 , 2022
নিউজ ডেস্ক,২৬ই নভেম্বেরঃ বাইকে চেপে বাড়ি ফেরার পথে লড়ির চাকায় পিষ্ট হয়ে প্রান গেল মেয়ের। শনিবার দুপুরে মর্মান্তিক এই পথ দূর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের উপরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ধনকইল গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায়। মৃতার নাম পারমিতা সাহা (২৩)। বাবা […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম