নিউজ ডেস্ক :ঝড়ে উপড়ে মাটিতে পড়ে গিয়েছিল বটগাছটি। এমনকী চলাচলের সুবিধার্থে কেটে ফেলা হয়েছিল গাছের ডালপালাও। কিন্তু সম্প্রতি পড়ে যাওয়া বটগাছটিকে ফের সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক গ্রামবাসীরা। অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে। জানা গিয়েছে, স্থানীয়ডাঙাপাড়া-আনন্দনগর এলাকায় গত একবছর আগে ঝড়ে পড়ে যায় রাস্তার ধারে থাকা বটগাছটি। রাস্তায় চলাচলের জন্যে গাছটির ডালপালা কেটে দেওয়া হয়।
আরও পড়ুন সংস্কারকাজের সুচনা না হওয়ায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভে গ্রামবাসী
কিন্তু গত মঙ্গলবার দেখা যায় সেইগাছটি পুনরায় নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি জানাজানি হতেই গাছটি দেখতে ভীড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। এমনকী দৈবী শক্তির প্রভাবেই এই ঘটনা বলে মনে করে পুজার্চ্চনাও শুরু করে দিয়েছেন স্থানীয়রা। তবে কিভাবে এই গাছটি পুনরায় সেখানে প্রতিস্থাপিত হল তা অলৌকিকতার নিদর্শন বলে মনে করছেন এলাকাবাসীরা।
বাইট- স্থানীয়