ডিজিটাল ডেস্ক : কথায় বলে “ইচ্ছে থাকলে উপায় হয়”। এরকমই নজির গড়লেন মিরাটের সঞ্জু রানি ভর্মা। স্বপ্ন দেখেছিলেন বড় সরকারি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবেন৷ তবে সেই স্বপ্নের মাঝে বাঁধা হয়ে দাড়িয়েছিল তার পরিবার। তাই পরিবার ও স্বপ্নের মধ্যে থেকে তিনি নিজের স্বপ্নকেই বেছে নেন এবং বাড়ি ছেড়ে চলে যান।
উল্লেখ্য ২০১৩ সালে মিরাটের বাসিন্দা সঞ্জু রানী ভর্মার মা অসুস্থ হয়ে মারা যান। সেসময় তিনি মীরাটের আরজি ডিগ্রি কলেজ থেকে স্নাতক শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু মা যাওয়ায় তার পরিবারের লোকজন বারবার বিয়ের জন্যে তার ওপর চাপ সৃষ্টি করে এবং তখনই তিনি বাড়ি ছেড়ে বেড়িয়ে আসার মতো কঠিন সিন্ধান্ত নেন। ৭ বছর বাদে ২০২০ সালে তিনি বাড়ি ফিরে আসেন নিজের স্বপ্ন সফল করে। বর্তমানে তিনি একজন সরকারি ট্যাক্স অফিসার৷ পাবলিক সার্ভস কমিশন পরীক্ষায় পাস করে পেয়েছেন এই সরকারি চাকরি।
তিনি বলেন, ২০১৩ সালে আমি কেবল বাড়ি ছাড়িনি, আমি স্নাতকোত্তর কোর্সটিও করছিলাম দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। সেসময় আমার কাছে টাকা ছিল না। আমি একটি বেসরকারি বিদ্যালয়ে বাচ্চাদের পড়ানো শুরু করি এবং একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করি৷ কোনওরকমে আমি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আমার পড়াশোনা চালিয়েছি। তিনি ইউপিপিএসসি -2018 পরীক্ষায় পাশ করেছেন, যার ফলাফল গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিল এবং শীঘ্রই তিনি বাণিজ্যিক ট্যাক্স অফিসার হিসাবে কাজে যোগদান করবেন। তিনি আরও বলেন, পথ চলা এখনও বাকি। এখন তিনি সরকারি আধিকারিক৷ তবে আরও বড় পদে যেতে চান এই সরকারি আধিকারিক। তিনি UPSC পরীক্ষা পাস করে হতে চান জেলা শাসক।