নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করেছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।গত ১৫ অগাস্ট, ভারতের স্বাধীনতা দিবসের দিন স্যোশাল মিডিয়ায় অবসরের কথা জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার অবসরের খবরে মন ভেঙেছে গুন মুগ্ধ ভক্তদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই পাতার এক চিঠিতে ধোনিকে লেখেন, তার ক্রিকেট ছাড়ায় ১৩০ কোটি ভারতীয় দুঃখিত। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটের প্রতি অসামান্য অবদান রাখায় কৃতজ্ঞও। প্রতিকূলতার নানা ধাপ পেরিয়ে সফলতার চূড়ায় ওঠা ধোনির জীবনের গল্প তরুণ প্রজন্মদের প্রেরণা দেবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। অপরদিকে চিঠি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ধোনি, বলেন, An Artist,Soldier and Sportsperson what they crave for is appreciation, that their hard work and sacrifice is getting noticed and appreciated by everyone.thanks PM @narendramodi for your appreciation and good wishes.
অন্যদিকে স্বাধীনতা দিবসের দিনেই স্যোশাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণা করেন সুরেশ রায়নাকেও। এদিন দুই পাতার চিঠিতে তাকেও সম্মানিত করলেন প্রধানমন্ত্রী। প্রশংসাপত্রে ২০১১-র বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের কথা উল্লেখ করেন মোদিজি। ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও রায়নার অবদানের কথা বলেন মোদি। প্রধানমন্ত্রী আরও বলেন, ৩৩ বছর বয়সি রায়না টিম স্পিরিটের সমর্থক।
এত অল্প বয়সে এনার্জিটিক এই খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রশংসাপত্রের বার্তায় ধন্যবাদ জানান সুরেশ রায়নাও। তিনি বলেন, “When we play, we give our blood & sweat for the nation. No better appreciation than being loved by the people of this country and even more by the country’s PM. Thank you
@narendramodi
ji for your words of appreciation & best wishes. I accept them with gratitude. Jai Hind!????????”