fbpx

মরুদেশে ঝড় তুলতে প্রস্তুত ভারতের সুখোই

নিউজ ডেস্ক , ০২ মার্চ : সংযুক্ত আরব আমিরশাহীর(UAE) আকাশে শক্তি প্রদর্শন করবে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান। এতে করে ওই মুসলিম দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছে বিদেশ মন্ত্রক৷

জানা গেছে, আগামিকাল বুধবার ডেজার্ট ফ্ল্যাগ’ নামের মহড়ায় অংশ নিতে অমিরশাহী রওনা দিচ্ছে ভারতীয় বায়ুসেনার ছ’টি সুখোই -৩০ এমকেআই (SU-30-MKI) ও দু’টি সি-১৭ বিমান। ফ্রান্স, আমেরিকার পাশাপাশি বিশ্বের মোট ১০টি দেশ মহড়ায় অংশ নিচ্ছে। কিছুদিন আগেই নৌ-মহড়ায় অংশই নিতে সংযুক্ত আরব আমিরশাহী গিয়েছিল ভারতীয় নৌসেনার রণতরী ‘প্রলয়’ (INS Pralaya)। ২০১৭ সালে আবু ধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহানের ভারত সফরকালে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের সূচনা হয়। তারপর ২০১৮ সালে ‘GULF Star-1’ শীর্ষক যৌথ নৌ-মহড়ায় অংশ নেয় দুই দেশ। চলতি বছরের শেষের দিকেও ফের নৌ-মহড়া চালাবে সংযুক্ত আরব অমিরশাহী ও ভারত। সদ্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সাগরে সহযোগিতা বজায় রাখতে লাগাতার আবু ধাবির বন্দরে যাতায়াত চলছে ভারতীয় রণতরীগুলির।

Next Post

ওড়িশা প্রবেশের ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক Covid পরীক্ষা

Tue Mar 2 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , ০২ মার্চ : ভ্রমণপিপাষু মানুষের কাছে পুরী অত্যন্ত জনপ্রিয় জায়গা। সমুদ্র সৈকতের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পেতে ছুটি পেলেই বেশিরভাগ মানুষ ছুটে যান পুরীতে। তবে এবার থেকে পুরীতে যেতে হলে একটু ভাবনা চিন্তা করে […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!