নিউজ ডেস্ক , ২০ নভেম্বর : ভারত বায়োটেকের করোনার ভাইরাসের প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবী হয়ে টিকা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। উল্লেখ্য ভারত বায়োটেক আগেই জানিয়ে দিয়েছিল ২০ নভেম্বর থেকেই তারা তাদের তৈরি করতে চলা প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে।
সেই মতো গোটা দেশ থেকে প্রায় ২৬ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেয়। ২৫-৬৫ বছর বয়স্কদের তৃতীয় পর্যায়ের এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে। ভারতে করোনা ভাইরাসের প্রতিষেধকের এটাই সবথেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ও পুনের ন্যাশানাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই প্রতিষেধটি তৈরি করেছে ভারত বায়োটেক। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে যদি সাফল্য আসে তাহলেই ভারতের হাতে দ্রুত দেশীয় প্রযুক্তিতে বিকাশ করা করোনাভাইরাসের প্রতিষেধক চলে আসবে বলেও মনে করা হচ্ছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ এদিন হরিয়ানার আম্বালার একটি হাসপাতালে এই ট্রায়ালের প্রতিষেধকের টিকা গ্রহণ করেন৷ কিছুদিন আগেই তিনি নিজেই স্বেচ্ছাসেবী হওয়ার কথা জানিয়ে ছিলেন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ডোজ নেওয়ার জন্য।