নিউজ ডেস্ক ,২২ই ডিসেম্বর:আর মাত্র ২ দিনের প্রতীক্ষা। তারপরই আসছে বড়দিন উৎসব। ২৫ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রভু যীশু। সেই পবিত্র দিনটিকে সামনে রেখে প্রতিবছরই ২৫শে ডিসেম্বর বড়দিন উৎসব পালন করা হয় সারা বিশ্বজুড়ে। একই ছবি লক্ষ্য করা যায় রায়গঞ্জ শহরেও। ২ বছর করোনার আবহে উৎসবে কিছুটা ভাটা পরলেও এবারে বেশ জমজমাট উৎসবের প্রস্তুতি চলছে। বিভিন্ন চার্চ গুলোর পাশাপাশি বাড়িতেও সেলিব্রেট করা হয় বড়দিনের উৎসব। সেকারনে রায়গঞ্জ শহরে জমে উঠেছে বড়দিনের বাজার। রকমারি টুপি, লাইটিং, ক্রিস মাস ট্রি, স্যান্টা, রঙীন বল সহ নানান সমাগ্রীতে ছেয়ে গিয়েছে বাজার। শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত রাস্তার দুপাশে দোকান গুলি সেজে উঠেছে নানাম রকমারি সামগ্রীতে। আর এই সমস্ত জিনিস কিনতে বাজারে ভিড় করছেন আট থেকে আশি। সবচেয়ে বেশী উৎসাহিত শিশুরা। এদিকে করোনার প্রভাব কাটিয়ে ব্যবসা জমে ওঠায় খুশী ব্যবসায়ীরাও। শ্যামল কুমার সরকার নামের এক ব্যবসায়ী বলেন, গত ২ বছর করোনার জন্য সেভাবে বড়দিন উৎসব পালন করা যায় নি। যার ফলে লাটে উঠেছিল ব্যাবসা। তবে এবারে আর কোনো বাধা নেই। এখন থেকেই মানুষ দোকানে জিনিস কিনতে আসছেন। এখনও ২ টো দিন রয়েছে। ফলে যথেষ্টই আশাবাদী তিনি।