
নিউজ ডেস্ক, ২৭ জুন : সারা দেশে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে জ্বালানীর দাম। আর এবারে পশ্চিমবঙ্গেও প্রায় ১০০ ছুঁই ছুঁই। রবিবার কলকাতায় পেট্রলের দর ৯৮ টাকা পার করল। ইন্ডিয়ান অয়েলের পাম্পে এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৮.৩০ টাকায়।
যা শনিবারের চেয়ে ৩৩ পয়সা বেশি। ২৫ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯১.৭৫ টাকা। শনিবারও শহরে দুই পরিবহণ জ্বালানির দর যথাক্রমে ৩৪ পয়সা এবং ৩৫ পয়সা বেড়েছিল। পেট্রোলের দাম হয়েছিল ৯৭ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছিল ৯১ টাকা ৫০ পয়সা।তার ২ দিন আগে, অর্থাৎ বৃহস্পতিবার জ্বালানির দাম বেড়েছিল। সেদিন কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছিল ৯৭ টাকা ৬৩ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ০৭ পয়সা বেড়ে হয়েছিল ৯১ টাকা ১৫ পয়সা।করোনা পরিস্থিতিতে রুটি-রুজি হারিয়ে সংকটে বহু মানুষ। এরই মধ্যে জ্বালানির দাম বেড়ে চলায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে।
ইতিমধ্যে রাজস্থান, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং তামিলনাড়ুর অনেক শহরে পেট্রোল সেঞ্চুরি ছাড়িয়ে গিয়েছে। এদিকে বিশ্বজুড়ে পেট্রোলিয়াম জ্বালানির চাহিদা বাড়ার কারণে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
