নিউজ ডেস্ক, শাশ্বতী চক্রবর্তী : অশোক লাভাসার ইস্তফার পর ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত হলেন প্রাক্তন অর্থসচিব রাজীব কুমার। গত মঙ্গলবার নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন অশোক লাভাসা এবং ফিলিপিন্সের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) এর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি। উল্লেখ্য ২০১৮ সালের ২৩শে জানুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের পদে যোগ দেন অশোক লাভাসা। নির্বাচন কমিশনার হিসেবে আগামী ৩১ শে অগাস্ট মেয়াদ শেষ হচ্ছে অশোক লাভাসার। ওই দিনই নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহন করবেন ১৯৮৪ সালের ব্যাচের আইএএস অফিসার রাজীব কুমার।