ঘুষ চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং প্রধানের বিরুদ্ধে, অভিযোগ মিথ্যে দাবী সদস্য ও প্রধানের

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর ১৬ সেপ্টেম্বর :  এক উপভোক্তার কাছে কাটমানি চাওয়ার অভিযোগ উঠলো পঞ্চায়েত সদস্য এবং প্রধানের বিরুদ্ধে। যদিও মিথ্যে অভিযোগের দাবীতে উপভোক্তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের পঞ্চায়েত কর্তৃপক্ষের।ঘটনায় চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে।

আধার কার্ড লিঙ্ক করানোর নামে পঞ্চায়েতের জনমদোল বুথের সদস্য একরামুল হক এবং পঞ্চায়েত প্রধান পুস্প রবিদাস টাকা দাবী করে বলে অভিযোগ। জনমদোল মোল্লাবাড়ি বুথের উপভোক্তা শাহানারা পারভীন ও অন্যান্যরা অভিযোগ করেন কাটমানি না পেলে তারা কোনভাবেই আধার লিঙ্ক করতে রাজী হননি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটি জানতে পারেন উক্ত সদস্য এবং পঞ্চায়েত প্রধান।

দেখা যায় অভিযোগকারীর প্রত্যেকের আধার লিংক করা হয়েছে। এমনকি অভিযোগকারীদের মধ্যে দুইজন ঘরের টাকাও পেয়ে গেছে। পঞ্চায়েত প্রধান ও সদস্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও এবং জেলাশাসকের কাছে উপযুক্ত প্রমান সহ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েতের উপ প্রধান শাম্মি আক্তার। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অনির্বান বসু জানান,দুই পক্ষের অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Next Post

নির্মিত হবে নতুন সংসদ ভবন, বরাত পেলো টাটা গোষ্ঠী

Wed Sep 16 , 2020
ডিজিটাল ডেস্ক :  তৈরি হতে চলেছে নতুন সংসদ ভবন। এই সংসদ ভবন নির্মানের বরাত পেলো টাটা গোষ্ঠী। নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হওয়ার কথা ২১ মাসের মধ্যে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (Central Public Works Department) বুধবার দরপত্র খুলেছে। প্রায় ৮৬১.৯০ কোটি টাকা সর্বনিম্ন […]

আপনার পছন্দের সংবাদ