নিউজ ডেস্ক , হেমতাবাদ , ২২ সেপ্টেম্বর : হেমতাবাদ ব্লকে ভোগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্র অন্যত্র সরিয়ে নেবার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার উপস্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।পাশাপাশি এদিন ডেহুচি বিষ্ণপুর রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান ব্লক স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ বাহিনী। উল্লেখ্য ব্লকের ভোগ্রাম এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্রটি থেকে উপকৃত হন ছটি সংসদের মানুষ। সম্প্রতি স্বাস্থ্যদপ্তর ভোগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রটিকে প্রায় তিন কিমি দূরে খাল বিষ্ণুপুরে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন সকাল থেকে গ্রামবাসিরা উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়ে ডেহুচি বিষ্ণপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখে। এমনকী স্বাস্থ্যকর্মিরা এলে তাদেরও স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয় নি।এই দাবীকে সমর্থন জানিয়ে গ্রামবাসিদের পাশে দাঁড়ান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আতাউর রহমান।
সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছেন।খবর পেয়ে আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ বাহিনী। দুপুরে আন্দোলনকারিদের সঙ্গে আলোচনায় বসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক বিশ্বাস। মৃগাঙ্ক বাবু জানিয়েছেন, উপস্বাস্থ্যকেন্দ্রটি পুরোপুরি তুলে নেওয়া হবে না।দুটি কেন্দ্র একই সঙ্গে চালু থাকবে। পরে বি এম ও এইচ-এর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেন গ্রামবাসিরা।