নিউজ ডেস্ক , ২৮ সেপ্টেম্বর : আবারও অভিষেক বন্দোপাধ্যায়কে সমন পাঠালো ইডি।৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় ইডি দপ্তরে হাজিরার নির্দেশ।লিপস এন্ড বাউন্ডসের সিইও হিসাবে সমন পাঠানো হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়কে।বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জমা দিয়েছিল ইডি কিন্তু সেই খতিয়ানে ছিল না অভিষেক বন্দোপাধ্যায়ের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
শুধুমাত্র ৩টি বীমার হিসাব জমা দেওয়া হয়েছিল ইডি র তরফে।বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ সত্বেও ইডি জমা দেয় নি লিপস এন্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির হিসাবও।যা নিয়ে আদালতে তীন্র র্ভৎসনার মুখে পরতে হয় ইডিকে।এরপরই ২৯ সেপ্টেম্বর সম্পত্তির সমস্ত হিসাব আদালতে দাখিলের নির্দেশ দেন বিচারপতি।আর এর পরই ফের অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি।অভিষেক বন্দোপাধ্যায়কে ৩ রা অক্টোবর সিজিও কমপ্লক্সে বেলা সাড়ে দশটায় হাজির হওয়ার জন্য সমন পাঠান ইডির অ্যাডিশনাল ডিরেক্টর মিথিলেশ মিশ্রা।যা নিয়ে রীতিমতো প্রতিবাদে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।নিজের ট্যুইটার হ্যাম্ডেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় লিখেছেন গোটা ঘটনা কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির প্রতিফলন।এর আগে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।সমন্বয় কমিটির বৈঠকে যোগ না দিয়ে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়।আবারও তৃণমূলের ঘোষিত কর্মসূচীর দিন হাজিরার জন্য সমন পাঠালো ইডি।কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ১০০ দিনের কাজের বকেয়া আদায়ে তৃণমূলের কর্মসূচী রয়েছে।বকেয়া আদায়ে দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়।কর্মসূচীর ঘোষনা করা হয়েছে বহু আগেই।কর্মসূচী রূপায়নে প্রায় পাঁচ লক্ষ বঞ্চিত মানুষের স্বাক্ষর সংগ্রহ অভিযান চালিয়েছে তৃণমূল নেতৃত্ব।১ অক্টোবর থেকে দিল্লিতে দলের কর্মসূচী শুরু হবে। ৩ অক্টোবর কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে তৃণমূল নেতৃত্বের।দিল্লিতে ধর্ণা অভিযানে যোগ দেওয়ার কথা মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের।
আর আন্দেলনের সেই নির্দিষ্ট দিনে ইডি হাজিরার নির্দেশ অভিষেককে।ইডি র এমন আচরনে কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি রয়েছে।নিজের ট্যুইটার হ্যান্ডেলে বললেন অভিষেক বন্দোপাধ্যায়।তৃণমূলের কর্মসূচীর দিনে অভিষেক বন্দোপাধ্যযায়কে ইডি র তলবকে ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতির।