নিউজ ডেস্ক , ৩১ ডিসেম্বর : তীব্র ঠাণ্ডায় কাঁপছে গোটা দিল্লি, রাজস্থান সহ বিভিন্ন রাজ্য৷ কয়েকদিন ধরেই সূর্যিমামার দেখা নেই। তার উপর দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় সকাল ও রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে৷ ফলে দিল্লিতে ১০-র মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা।
অন্যদিকে মরু রাজ্য রাজস্থানের তাপমাত্রা পৌঁছেছে শূন্যের নীচে। মাইনাস ৩ ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যাওয়ায় রাজস্থানের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বরফ পড়তে শুরু করেছে। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া রাতে বাইরে বের হচ্ছেন না কেউ। ফলে শোচনীয় অবস্থা সাধারণ মানুষের। তীব্র শৈত্যপ্রবাহের কারণে জাতীয় সড়ক গুলিতেও দৃশ্যমানতা কমে যাওয়ায় ধীরগতিতে চলছে বিভিন্ন যানবাহন৷ পাশাপাশি দিনের বেলাতেই হেড লাইটের আলো জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। সকালে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে উষ্ণতার খোঁজে বিভিন্ন জায়গায় আগুন পোহাতেও দেখা যাচ্ছে বাইরে ঘাটে কাজ করতে আসা মানুষজনদের। আবহাওয়া দফতর সূত্রে খবর, কয়েক দিনে শীতের দাপট আরও বাড়তে পারে৷ ফলে করোনা আবহের মধ্যে সাধারণ মানুষকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷