নিউজ ডেস্ক : রুদ্ধশ্বাস ফাইনালে পি-এস-জি কে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেরার শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। এই নিয়ে ষষ্ঠ বার ইউরোপ সেরা হলো বায়ার্ন। প্রথম থেকেই আক্রমণ চালিয়ে আসছিলো প্যারিস সাঁ জা ।
পাল্টা আক্রমণ জারি রেখেছিল বায়ার্নও। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন পি এস জির নেইমার,ডি-মারিয়া। কিন্তু প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের দুর্দান্ত ডিফেন্স তাদের গোলমুখি হতে দেয় নি। বায়ার্ন তেমনভাবে কোন গোলমুখি আক্রমন শানাতে পারেনি প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধে যেন এক অন্য রকম বায়ার্ন। নেইমারের পি-এস-জি কে আক্রমণের কোন রকম সুযোগই দিলো না তারা। ৫৯ মিনিটের মাথায় কিমিচের বাড়ানো বলে হেডে জয়সূচক গোলটি করেন বায়ার্ন এর কিংসলে কোমান। ১-০ গোলে পিছিয়ে থেকেও আক্রমণ চালাতে থাকে পি এস জি। এরপর সুযোগ আসলেও ঘুড়ে দাঁড়াতে পারেনি পি এস জি। ১-০ গোলে নিসবনে ম্যাচটি জিতে এই নিয়ে ষষ্ট বার ইউরোপ সেরা হলো জার্মান জায়েন্ট বায়ার্ন মিউনিখ।