২০২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয়ী বায়ার্ন

নিউজ ডেস্ক :  রুদ্ধশ্বাস ফাইনালে পি-এস-জি কে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেরার শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। এই নিয়ে ষষ্ঠ বার ইউরোপ সেরা হলো বায়ার্ন। প্রথম থেকেই আক্রমণ চালিয়ে আসছিলো প্যারিস সাঁ জা ।

পাল্টা আক্রমণ জারি রেখেছিল বায়ার্নও। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন পি এস জির নেইমার,ডি-মারিয়া। কিন্তু প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের দুর্দান্ত ডিফেন্স তাদের গোলমুখি হতে দেয় নি। বায়ার্ন তেমনভাবে কোন গোলমুখি আক্রমন শানাতে পারেনি প্রথমার্ধে।

    দ্বিতীয়ার্ধে যেন এক অন্য রকম বায়ার্ন। নেইমারের পি-এস-জি কে আক্রমণের কোন রকম সুযোগই দিলো না তারা। ৫৯ মিনিটের মাথায় কিমিচের বাড়ানো বলে হেডে জয়সূচক গোলটি করেন বায়ার্ন এর কিংসলে কোমান। ১-০ গোলে পিছিয়ে থেকেও আক্রমণ চালাতে থাকে পি এস জি। এরপর সুযোগ আসলেও ঘুড়ে দাঁড়াতে পারেনি পি এস জি।  ১-০ গোলে নিসবনে ম্যাচটি জিতে এই নিয়ে ষষ্ট বার ইউরোপ সেরা হলো জার্মান জায়েন্ট বায়ার্ন মিউনিখ।

    Next Post

    পরিযায়ী শ্রমিকদের জন্য ফের মানবিক উদ্যোগ বলিউডের "মসিহা" সনু সুদের

    Mon Aug 24 , 2020
    Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , অপরাজিতা জোয়ারদার : ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তার অবদান প্রশংসিত হয়েছে। এবারে ফের ২০০০০ শ্রমিকের থাকা- খাওয়ার দায়িত্ব নিতে চলেছেন বলিউডের অভিনেতা সনু সুদ। এর আগে প্রবাসী রোজগার নামে একটি জব পোর্টাল খুলেছিলেন […]

    আপনার পছন্দের সংবাদ

    RCTV Sangbad

    24/7 TV Channel

    RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

    error: Content is protected !!