নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেলেও ডাক্তারি পড়ায় বাঁধা মেধাবী ছাত্রের

নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেলেও ডাক্তারি পড়ায় বাঁধা মেধাবী ছাত্রের

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৯ অক্টোবর : আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও  মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অসামান্য ফল করে নজির গড়লো হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামের বাসিন্দা তুল কালাম। এই পরীক্ষায় ৭২০’র মধ্যে ৫৮৫ নম্বর পেয়েছে সে।

গোটা ভারতের মধ্যে প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ২৭৬০৭ র‍্যাঙ্ক দখল করেছে সে। বাবা আবুল কালাম একজন গৃহশিক্ষক। মা সাইনুর বিবি গৃহবধূ হলেও পরিবারে স্বচ্ছলতার জন্যে মাঝে মধ্যেই অন্যের জমিতে ফসল কাটার কাজ করে সে।একটিমাত্র ভাঙাচোরা কাঁচা ঘরেই বাবা-মা ও তিন ভাই সহ মোট পাঁচজনের বসবাস। টালির ছাউনির ফাঁকফোকর দিয়ে আলো-বাতাস প্রবেশ করে ঘরের মধ্যে। জরাজীর্ণ দেওয়ালগুলিতে ফুটে উঠেছে দারিদ্র্যতার ছাপ। তুলকালাম ২০১৬ সালে হরিশ্চন্দ্রপুর এলাকার তুলসীহাটা উচ্চ বিদ্যালয় থেকে ৮৩ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক ও ২০১৮ সালে মালদা মহেশমাটি ডি.এন. সাহা বিদ্যাভবন থেকে ৮৬ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। এরপরে আল আমীন মিশন থেকে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলো সে।২০১৯ সালে ইঞ্জিনিয়ার ও নার্সিং নিয়ে পড়াশোনার সুযোগ পেলেও ডাক্তারি পড়বে বলে সে পড়তে যায়নি। অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত সাফল্য। এক্ষেত্রে তার প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছে পরিবারের আর্থিক অনটন।কিভাবে তার ডাক্তারি পড়বার স্বপ্ন পূরণ হবে সে চিন্তাতেই আকুল তুল কালাম ও তার বাবা-মা।

Next Post

বন্যা দুর্গত এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোপ দাগলেন বিজেপি সাংসদের বিরুদ্ধে

Mon Oct 19 , 2020
নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৯ অক্টোবর : রতুয়া ২ ব্লকের শ্রীপুর ১ নম্বর অঞ্চলের কুচিলা গ্রামের ভাঙ্গনে বিধস্ত পরিবার গুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মালতিপুরের প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি। সোমবার দুপুরে ভাঙ্গনে বিধস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিন পরিবারগুলির হাতে চাল, ত্রিপল সহ আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি […]

আপনার পছন্দের সংবাদ