আরসিটিভি সংবাদ : জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তীর বিদ্ধ হয়ে গুরুতর জখম হলো এক ব্যক্তি, আহত আরও বেশ কয়েকজন।সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ফুলবাড়ি এলাকায়।
আরও পড়ুন – কর্মবিরতিতে অনড় সরকারি কর্মচারীরা!
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা হরিপদ পাল ও নরেশ পালের মধ্যে প্রায় আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।ওই জমিতে নরেশ পাল ফুলগাছ লাগাতে এলে উভয়পক্ষের মধ্যে বচসার সূত্রপাত হয়।বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চলে তীর। তীরের আঘাতে গুরুতর জখম হয় হরিপদ পাল। বচসা থামাতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন।
আরও পড়ুন – প্রশাসনের চোখে ধুলো দিয়ে উদয়পুরে চলছে পুকুর চুরি !
গুরুতর জখম অবস্থায় আহত হরিপদকে প্রথমে গোয়ালপোখরের লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।ঘটনায় নরেশ পাল ও তার সঙ্গীদের বিরুদ্ধে গোয়ালপোখর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।