নিউজ ডেস্ক , ৩০ নভেম্বর : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো রাজস্থানের বিজেপি নেত্রী তথা বিধায়ক কিরণ মাহেশ্বরী। রবিবার গভীর রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজস্থানের এই বিজেপি বিধায়ক। জানা গিয়েছে, গত ২১ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিরণ মাহেশ্বরী।
সেখানে মৃত্যুর সঙ্গে রীতিমতো লড়াই করছিলেন কিরণ মাহেশ্বরী। শেষমেশ লড়াই সাঙ্গ হল, চলে গেলেন এই বিজেপি নেত্রী। মাহেশ্বরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।রাজস্থান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন কিরণ মাহেশ্বরী। এছাড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পদক, জাতীয়-সহ-সভাপতি এবং বিজেপির মহিলা শাখার প্রধান পদের দায়িত্ব সামলেছিলেন কিরণদেবী। বিজেপি নেত্রীর অকাল-প্রয়াণে শোকস্তব্ধ গেরুয়া শিবির। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার সকালে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে টুইট করে শোকবার্তায় জানানো হয়েছে, ‘কিরণ মাহেশ্বরীজির অকাল প্রয়াণে ব্যথিত। সাংসদ, বিধায়ক অথবা রাজস্থান সরকারের মন্ত্রী, রাজ্যের অগ্রগতির স্বার্থে সর্বদা কাজ করেছেন তিনি এবং দরিদ্রদের পাশাপাশি প্রান্তিকদের ক্ষমতাপ্রদান করেছেন। তাঁর পরিবারকে গভীর সমবেদনা। ওম শান্তি।