নিউজ ডেস্ক , ১৪ নভেম্বর : ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই দীপাবলি উৎসবের আনন্দের মুহূর্ত উদযাপন করতে প্রতিবছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে মিলিত হন। এবার রাজস্থানের জয়সালমীরের লাঙ্গেওয়ালে সেনা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জয়সালমীরের লাঙ্গেওয়ালে সেনা জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন তিনি।
পরে দেশের বীর সেনানীদের বলিদানে শ্রদ্ধা নিবেদনও করেন প্রধানমন্ত্রী। সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা(সেনা বাহিনী) যে কোনো পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভারতের সঙ্গে বিভিন্ন দেশের দীর্ঘ সীমানা রয়েছে, কিন্তু প্রতিটি ভারতীয় লাঙ্গেওয়ালে এই সীমান্ত চৌকিটিকে খুব ভাল ভাবে চেনে। আগামী বছর ‘১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের’৫০ বছর। লাঙ্গেওয়ালের যুদ্ধের গুরুত্ব এই প্রসঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের নিরাপত্তার জন্য জওয়ানদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করে সমস্ত দেশবাসী তাঁদের সঙ্গে সব সময় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিক আপনাদের শক্তি ও আত্মত্যাগের জন্য গর্বিত। হিমালয়ের শীর্ষ থেকে মরুভূমির তপ্ত পরিবেশ কিংবা ঘন জঙ্গল থেকে গভীর সমুদ্র, সর্বক্ষেত্রেই চ্যালেঞ্জের মোকাবিলা করেন আপনারা। তাই আমরা প্রতিবছর ধুমধাম করে দিওয়ালি উদযাপন করতে পারি। এদিন নাম না করে চিন পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী৷