
দক্ষিণ দিনাজপুর, ১৮ মে : লকডাউনে প্রবীণ মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিক ভূমিকা পালন করছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন৷ একা থাকা কিংবা বয়স্ক নাগরিকদের খাবার সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন পুলিশ কর্মীরা৷
যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে “প্রণাম”৷ মঙ্গলবার প্রকল্পের তদারকি করতে প্রবীণ মানুষদের বাড়িতেও যান জেলা পুলিশ সুপার রাহুল দে৷ করোনা রোধে লকডাউনে সমস্যায় পড়া সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্ক নাগরিকদের জন্য এগিয়ে এল পুলিশ প্রশাসন৷ গত বছর লকডাউনে বালুরঘাট থানা শুরুতেই “প্রণাম” প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাড়িতে একাকী থাকা বয়স্ক মানুষদের সাহায্য পৌঁছে দেওয়া ও প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া। এবারেও সেই প্রকল্পের ছেদ পড়েনি। প্রতিদিনই বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বয়স্কদের। পৌঁছে দেওয়া হচ্ছে তাদের প্রয়োজনীয় সামগ্রী, ওষুধপত্র। প্রকল্পের কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এবার সরাসরি বয়স্কদের বাড়িতে গিয়ে হাজির হলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে। লকডাউনে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা থানার পুলিশকে তাদের প্রয়োজনে পাশে পাচ্ছেন কিনা, তার ই খোঁজখবর নেন জেলার পুলিশ সুপার। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপভোক্তারা। জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন পুলিশের এই উদ্যোগ জারি থাকবে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাই নয় মানুষের পাশে দাঁড়ানোও পুলিশের কাজ।
