নিউজ ডেস্ক, বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর : যানজটে জেরবার শহর, বিভিন্ন এলাকায় পথচারীদের হাঁটার পরিস্থিতি পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে শনিবার অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ইরিক্সার দৌরাত্ম্য রুখতে বালুরঘাট শহরে অভিযানে নামলো বালুরঘাট আরটিও দপ্তর এবং বালুরঘাট থানার পুলিশ।
সামনেই আসছে পুজো, পুজোর আগে যানজটে জেরবার গোটা বালুরঘাট শহর। সেকারণে পুজোর আগে শনিবার অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ইরিক্সার দৌরাত্ম্য রুখতে এই অভিযানে নামলো বালুরঘাট আঞ্চলিক পরিবহন দপ্তর ও বালুরঘাট থানার পুলিশ। শনিবার প্রায় পঞ্চাশটি নম্বর বিহীন টোটো আটক করা হয়। শনিবার দুপুরে বালুরঘাট থানা মোড়ে আরটিও সন্দীপ সাহার নেতৃত্বে ধরপাকড় অভিযান চালানো হয়। টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় শহরে যানজট তৈরী হয়, অভিযানে নামে আঞ্চলিক পরিবহন দপ্তর। তবে এই ধরপাকড়ের ঘটনায় তাদের সমস্যায় পড়তে হবে বলে দাবি করেছেন টোটোচালকেরা।
উলেখ্য, দীর্ঘদিন ধরেই বালুরঘাট শহরে অতিরিক্ত যানজট, আগেও একাধিকবার অভিযানে নামে পুলিশ। তবে শনিবার পুজোর আগে অবৈধ টোটো ও রেজিস্ট্রেশনহীন ইরিক্সার দৌরাত্ম রুখতে অভিযানে নামে বালুরঘাট আঞ্চলিক পরিবহন দপ্তর এবং বালুরঘাট থানার পুলিশকর্মীরা। অভিযানে নেমে প্রায় পঞ্চাশটি নম্বর বিহীন টোটো আটক করা হয়। এদিন দুপুরে বালুরঘাট থানা মোড়ে আরটিও সন্দীপ সাহার নেতৃত্বে ধরপাকড় অভিযান চালানো হয়। জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক সন্দীপ সাহা জানিয়েছেন, অবৈধ টোটো চলাচলের ফলেই যানজটের সৃষ্টি হচ্ছে শহরে। সেকারণে বালুরঘাট শহরে যানজট রুখতে, অবৈধ টোটো চলাচল বন্ধ এবং রেজিস্ট্রেশনহীন ই-রিকশা রেজিস্ট্রেশন করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।