
নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১৬ ফেব্রুয়ারি : পথদুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজোল পাকুয়া রাজ্য সড়কের ডাঙ্গাপাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম দুর্লভ কর্মকার। বয়স ১৩, সে গাজোলের মাজরা এলাকার বাসিন্দা।
সে গাজোল হাজি নাকো মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুর্লভ কর্মকার নামে ওই ছাত্র গাজোল হাজী মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল নিয়ে বাড়ী ফেরার পথে গাজোল পাকুয়া রাজ্য সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় পান্ডুয়ামুখী একটি সাফারি গাড়ি দ্রুতবেগে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গাজোল থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে গাজোল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হলে পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর ঘাতক গাড়ীকে আটক করলেও চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে পরিবারে।
