নিউজ ডেস্ক , ০৯ ডিসেম্বর : প্রতিদিনই মারণ করোনা ভাইরাসে সংক্রমিত হতে হচ্ছে বহু সাধারন মানুষকে। করোনায় আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন অনেক রোগী। অথচ বিশ্বের তাবড়তাবড় দেশ করোনা মহামারী রুখতে প্রতিষেধক আবিষ্কারের পথে অগ্রসর হলেও এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।
পুরোপুরি সুরক্ষিত ও নিরাপদ প্রতিষেধক কবে সাধারণ মানুষ পাবে বা বিশ্বের বাজারে আসবে তা এখনও অজানা। এই পরিস্থিতিতে ভারতে করোনা প্রতিষেধক বা টিকা তৈরির অগ্রগতি কোন অবস্থায় রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে ৬৪ টি দেশের রাষ্ট্রদূত বুধবার গেলেন হায়দরাবাদে। তাঁরা ভারত বায়োটেক ও বায়োলজিকাল ই লিমিটেডের দফতর ও ল্যাব ঘুরে দেখছেন। এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে তথ্য দিয়েছে বুধবার তাতে নতুন করে দেশে করোনায় আক্রান্ত হলেন আরও ৩২,০৮০ জন। এনিয়ে মোট সংক্রমিত এখন ৯৭,৩৫,৮৫০ জন। নতুন মৃত্যু হয়েছে ৪০২ জন। সবমিলিয়ে এপর্যন্ত মৃত ১,৪১,৩৬০। মোট সুস্থ হয়ে উঠেছেন ৯২,১৫,৫৮১ জন। আইসিএমআর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত ১৪,৯৮,৩৬,৭৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।