নিউজ ডেস্ক , ০৯ ডিসেম্বর : চলতি অর্থবর্ষে মেধার ভিত্তিতে প্রায় ৫০ লক্ষ সংখ্যালঘু পড়ুয়াকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ রাজ্যের এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইতিমধ্যেই ৪৫ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।
জানা গেছে, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিনসের মত মোট পাঁচটি বিভাগে এই বৃত্তি দেওয়া হবে। এই লক্ষ্যে ৭৩০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য অর্থ দফতর। উল্লেখ্য গত বছর রাজ্যের ৪৫ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়ার জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেদিক থেকে দেখলে এবারে ৩০ কোটি বেশি বরাদ্দ হল এবছরের অর্থবর্ষে৷ পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পের কাজ মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার প্রতিটি স্কুলে একজন করে নোডাল আধিকারিক নিয়োগ করার কাজ শুরু করেছে। এই নোডাল অফিসাররা কন্যাশ্রী প্রকল্পের উপভোক্তা ও আবেদনকারীদের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখবে৷