নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ১৯ ডিসেম্বর : শনিবার দিনেদুপুরে ছিনতাই ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলা পৌর এলাকায়। এঘটনায় জড়িত সন্দেহে তিনজনের নামে ডালখোলা থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ওই যুবক। ডালখোলা পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের পুকুরচালার বাসিন্দা জনৈক যুবক উত্তম রায় বলেন “এদিন সকাল ১১ টা নাগাদ আমি বাড়ি থেকে দোকানের জিনিস কেনার জন্য বাজারের দিকে যাচ্ছিলাম।
সেসময় উত্তর ডালখোলা মোড় সংলগ্ন এলাকায় তিন যুবক আমার উপর চড়াও হয়। ওই তিন যুবক আমাকে বেধড়ক মারধর করে এবং আমার সাথে থাকা নগদ ৬৫ হাজার টাকা এবং গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয়। অভিযুক্তরা আমাকে বেধড়ক মারধর করার পাশাপাশি আমাকে হুমকি দেয় যাতে এই ঘটনা আমি পুলিশকে না জানাই। ঘটনার পর কোনো ভাবে আমি ঘটনাস্থল থেকে পালিয়ে আসি। এরপর স্থানীয়রা আমাকে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। ওই তিনজনের নামে আমি ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।”
অপরদিকে এই ঘটনার ব্যাপারে ডালখোলা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা পৌরসভার বোর্ড অফ এডমিস্ট্রেটরের সদস্য গোপাল রায় জানান, “১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম রায় নামে এক যুবকের কাছ থেকে টাকা এবং সোনার চেন ছিনতাই ও মারধরের ঘটনা ঘটেছে। ঘটনায় তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ডালখোলা থানায়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশের উচিত অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করা।” যদিও এব্যাপারে ডালখোলা থানার আধিকারিক ঘটনার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে চাননি। তবে ঘটনাটির পেছনে পুরোনো কোনো শত্রুতা থাকলেও থাকতে পারে বলে পুলিশ আধিকারিকদের একাংশের অনুমান।