নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ৮ জনকে মৃত্যুদণ্ড দিল আদালত

নিউজ ডেস্ক , ১৪ ডিসেম্বর : এক নাবালিকাকে গণধর্ষণের পর খুনের ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনাল আদালত। জানা গেছে বাংলাদেশের চট্টগ্রামে ২০১৮ সালের ২১ জানুয়ারি ) শহরের আকবর শাহ এলাকা থেকে ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন ২২ জানুয়ারি রাতে নিহত নাবালিকার মা এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আকবর শাহ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ দায়ের করেন। তারপর থেকে দু’বছর ধরে দু’পক্ষের সাবাল জবাব শোনার পর সোমবার আদালত ফাঁসির রায় ঘোষণা করে। আদালত সূত্রে জানা গেছে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম মইনুল ইসলাম, মহম্মদ বেলাল হোসেন, রবিউল ইসলাম, হাসিবুল ইসলাম হাসিব, আকমান মিঞাঁ, মহম্মদ সুজন, মহম্মদ মেহরাজ টুটুল, শাহদাত হোসেন সৈকত। এতে মধ্যে শাহদাত হোসেন সৈকত ফেরার। উল্লেখ্য মাস কয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করে কতিপয়। এরপর ধর্ষণ রোধে কড়া আইনের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। বাধ্য হয়েই আন্দোলনের চাপে পড়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডে সম্মতি দিয়ে নয়া আইন প্রণয়ন করেছে শেখ হাসিনার সরকার।

Next Post

শততম ম্যাচে নজির গড়লেন সিআর সেভেন

Mon Dec 14 , 2020
নিউজ ডেস্ক , ১৪ ডিসেম্বর : রিয়াল মাদ্রিদে খেলার সময় থেকেই বহু নজির করেছেন রোনাল্ডো। এরপর রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে জুভেন্টাসে যোগদান সিআর সেভেনের। ২০১৮ সালের জুভেন্টাসে খেলার শুরু থেকেই নজির গড়েছেন তিনি। এবারে জুভেন্টাসের জার্সিতে শততম ম্যাচে নতুন নজির গড়লেন রোনাল্ডো। জুভেন্টাসের জার্সি গায়ে নিজের শততম ম্যাচে জেনোয়ার বিরুদ্ধে […]

আপনার পছন্দের সংবাদ