নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৭ অক্টোবর : বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ড: মেঘনাদ সাহার আবক্ষ মূর্তি স্থাপন করা হল ইটাহার ড: মেঘনাদ সাহা কলেজ প্রাঙ্গণে। শনিবার কলেজ প্রাঙ্গণে ড: মেঘনাদ সাহার আবক্ষ মূর্তির উন্মোচন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য। এদিনের কর্মসূচীতে কলেজের প্রশাসক ড: সুব্রত সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোট ১ লক্ষ ১০ হাজার টাকা ব্যায়ে এই মূর্তিটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন কলেজ কর্তিপক্ষ।
বিধায়ক অমল আচার্য্য বলেন, দীর্ঘদিন ধরে কলেজ স্থাপিত হলেও কলেজের প্রশাসক থেকে শুরূ করে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা উপলব্ধি করি যে ড: মেঘনাদ সাহার মূর্তি কলেজ প্রাঙ্গণে ছিলো না। কলেজ কর্তিপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছে মূর্তি স্থাপনের মাধম্যে তাঁকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার। পূর্বের বাম আমলে কলেজ স্থাপিত হলেও ড: মেঘনাদ সাহার কোন রকম মূর্তি কলেজ প্রাঙ্গণে ছিলো না। তাই এই প্রথম কলেজে ড: মেঘনাদ সাহার আবক্ষ মূর্তি স্থাপন করা হল। তাছাড়াও ইটাহারের ড: মেঘনার সাহা কলেজে সব ধরনের উন্নয়ন মূলক কাজ কাজ করা হয়েছে বর্তমান রাজ্য সরকারের আমলে। আগামী দিনগুলিতে আরো নানাবিধ উন্নয়নমূলক কাজ করা হবে কলেজ প্রাঙ্গণে। এদিন কলেজ কর্তিপক্ষের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ড: মেঘনাদ সাহার আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক ভাবে সুচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য। কলেজের প্রশাসক ড: সুব্রত সাহা, কলেজের উপাধ্যক্ষ মুকুন্দ মিশ্র, অধ্যাপক সুকমার বারুই সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচীতে।