এবারে করোনা ভাইরাস প্রাণ কাড়লো বিখ্যাত টেলি অভিনেত্রীর

নিউজ ডেস্ক, ০৭ ডিসেম্বর :   দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন টেলি জগতের বিখ্যাত অভিনেত্রী। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন “ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়” খ্যাত অভিনেত্রী দিব্যা ভাটনগর।

গত ২৬ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে । হাসপাতালে ভর্তির হওয়ার পরই ক্রমশ খারাপ হতে শুরু করে অভিনেত্রীর শারীরিক অবস্থা। তারপরই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা আর হল না। রবিবার রাত তিনটে নাগাদ করোনা ভাইরাসই কেড়ে নিল অভিনেত্রীর প্রাণ। আপতত তেরা ইয়ার হু মেঁয় ধারাবাহিকে কাজ করছিলেন দিব্যা। শশী-সুমিত প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি এই ধারাবাহিক, প্রযোজক সংস্থার তরফে দিব্যার চিকিত্সার দায়িত্ব নেওয়া হয়েছিল।ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায় ছাড়াও উড়ান, জিত গায়ি তো পিয়া মোরে,বিষের মতো একাধিক জনপ্রিয় শোয়ের অংশ থেকেছেন দিব্যা।
বিদ্যার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টেলিদুনিয়ায়।

Next Post

"দু'পয়সার প্রেস" বলে কটাক্ষ সাংবাদিকদের,সাংসদের আপত্তিকর মন্তব্যে নিন্দার ঝড় সমস্ত মহলে

Mon Dec 7 , 2020
নিউজ ডেস্ক , ০৭ ডিসেম্বর : “কে এই দু’‌পয়সার প্রেসকে ভেতরে ডাকে?‌ সরাও প্রেসকে এখান থেকে। কেন দলের মিটিংয়ে প্রেস ডাকো তোমরা?‌ কর্মী বৈঠক হচ্ছে আর সবাই টিভি–তে মুখ দেখাতে ব্যস্ত। আমি দলের সভানেত্রী আমি আপনাদের নির্দেশ দিচ্ছি প্রেসকে সরান।” এমনই মন্তব্য করে বর্তমানে খবরের শিরোনামে কৃষ্ণনগরের সাংসদ তথা নদিয়া […]

আপনার পছন্দের সংবাদ